করোনা পরিস্থিতির কারণে এবারও ১ কার্তিক কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে ফকির লালন শাহর তিরোধান দিবসের অনুষ্ঠান হচ্ছে না। লালনএকাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গত বছরও একই কারণে ছেঁউড়িয়ায় কোনো অনুষ্ঠান হয়নি। লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, করোনা পরিস্থিতির কারণে গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ আরোপ আছে।
কুষ্টিয়ায় এ পর্যন্ত ৭৭২ জন করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন এবং কিছু মানুষ করোনায় আক্রান্ত আছেন। এ কারণে তিরোধান দিবস পালনে মেলা, আলোচনা সভা ও লালন সংগীতানুষ্ঠানের আয়োজন করা হবে না। ৭ অক্টোবর লালন একাডেমির কার্যকরী সংসদের সভা অনুষ্ঠিত হয়।সভায় করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফকির লালন শাহর ১৩১তম তিরোধান দিবস পালন না করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শারমিন আখতার লালন একাডেমির সদস্যসচিব ও সহকারী কমিশনার সবুজ হাসান উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।