কুষ্টিয়ার মিরপুরে পাখি ভ্যান ও পটাং এর মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৪৮) নামে এক দিনমজুর নিহত হয়েছে। মঙ্গলবার (২৯মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটেছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করেন। নিহত বাবলু বিশ্বাস ছাতিয়ান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত আছান বিশ্বাসের ছেলে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ভোরে ছাতিয়ান থেকে পাখিভ্যান যোগে দিনমজুরের কাজে আসার পথে স্যালো ইঞ্জিন চালিত পটাং গাড়ির সাথে সংঘর্ষ হয়। এসময় পাখি ভ্যানে থাকা বাবলু বিশ্বাস গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। অবস্থার অবণতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।