ইয়াং পিপলস লিডিং চেঞ্জ’ প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে যুবদের নিয়ে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২নভেম্বর) দিনব্যাপী এক্টিভিস্তা কুষ্টিয়ার আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় মিরপুর মিনি রিসোর্ট এন্ড পার্কের হলরুমে যুবদের নিয়ে এই ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজুল আলম খান।
মিরপুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক নোয়ার হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামসেদ আলী, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নুরুল ইসলাম নান্নু, মিরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক তত্তাবধায়ক ছিলেন এ্যাকশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর অধরা দাশ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আয়েশা আক্তার/অননিউজ24