কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে সামেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, আজ সকালে কুঁমড়ো বড়ি শুকাতে তিনতলা বাড়ির ছাদে ওঠেন সামেলা।
এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24