কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১কেজি ৪৫ গ্রাম গাঁজাসহ মিলন মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাতে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া উডল্যান্ড ফ্যাক্টরীর সামনে মজমপুর-ত্রিমোহনী গামী নির্মানাধীন রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব। আটককৃত মিলন মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা জুগিয়া এলাকার নাজির মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২,সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মিলন মন্ডলকে ১ কেজি ৪৫ গ্রাম গাঁজা সহ আটক করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।