কুষ্টিয়ার মিরপুরে মির্জানগর এলাকায় ড্রাম ট্রাক উল্টে মহন কুমার পাল (২৮) নামে এক গাড়ির চালক নিহত হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের মির্জানগর এলাকায় মীর আব্দুল করিম কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। মহন কুমার পাল মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের উজ্জল পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বালি আনলোড করে বাড়ি ফিরছিলেন মহন কুমার পাল। অপরদিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় তার গাড়ি এবং সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।