দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে এবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ পদত্যাগ করেছেন। রোববার সকালে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত একটি আবেদনের মাধ্যমে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগ পত্রে আব্দুল হামিদ উল্লেখ করেন- দীর্ঘ সাড়ে ৫বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে আমি সৎ ও নিষ্ঠার সাথে দলকে সুষ্টুভাবে পরিচালনা করে আসছি।
পারিবারিক ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকতে আমি চাই না। এদিকে উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগ্যান। অপর দিকে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। এতে আকরাম হোসেনকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন আব্দুল হামিদ।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।