কুষ্টিয়া মিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় একজন প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম জয়নাল আবেদীন। তিনি মিরপুর উপজেলা নিমতলা কলেজের শিক্ষক। বুধবার রাত সাড়ে এগারোটার দিকে তাঁর মৃত্যু হয়। কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেন। একই উপজেলার কুর্শা ইউনিয়নের তীতুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তিনি প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, বুধবার সকালে প্রিসাইডিং কর্মকর্তা ওই ভোট কেন্দ্রে যান। সেসময় তিনি একটু অসুস্থ ছিলেন বলে জানতে পেরেছিলেন। তার শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসা করানোর কথা বলা হয়েছিল। রাত সোয়া এগারোটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। ঘটনাস্থল ওসি উপস্থিত আছেন। প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যুর বিষয়টি কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলামও নিশ্চিত করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।