কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার এ বøকের রাস্তার পাশ থেকে আনিচ আলী (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনিচ আলী হাউজিং এলাকার ওয়াহেদ আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, সকালে রাস্তার পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আনিচ দীর্ঘ ১০ বছর ধরে নেশাগ্রস্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পথে পথে ঘুরে বেড়াতেন।
তিনি লিভার ও কিডনি নষ্ট হয়ে গেছে বলে মানুষের কাছে সাহায্য চাইতেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।