কুষ্টিয়ার মিরপুরে শিশু দেব দত্ত অপহরণ ও হত্যা মামলায় এক জনের মৃত্যুদÐ দিয়েছে বিচারিক আদালত। রায়ে দুই আসামিকে আমৃত্যু কারাদÐ দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম রোববার দুপুর ১টার দিকে এ রায় দেন।
আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৮ সালের ৯ জুন কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়া গ্রাম থেকে অপহরণ করা হয় শিশু দেব দত্তকে। অপহরণের ১৬ দিন পর প্রতিবেশী জহুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সেসময় এ ঘটনা ব্যাপক আলোচিত হয়। ওইদিনই মিরপুর থানায় মামলা করেন দেব দত্তের বাবা পবিত্র কুমার দত্ত। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই রাতেই জহুরুলের ছেলে নাঈম ইসলাম এবং আরেক প্রতিবেশী জোয়ার আলী নিহত হন। ধরা পড়েন আরেক আসামি প্রতিবেশী সবুজ ইসলাম। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্য দুই আসামি এরশাদ আলী ও হাবিবুর রহমান পলাতক আছেন।
বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামি সবুজ ইসলামকে মৃত্যুদন্ড এবং এরশাদ আলী ও হাবিবুর রহমানকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন। দেব দত্তের কাকা মানিক দত্ত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।