কুষ্টিয়ার কুমারখালী থেকে ৬ লাখ টাকা সমপরিমাণ মূল্যের হেরোইনসহ (মাদক) পারুল বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা। শুক্রবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। আটক পারুল বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর এলাকার তোহরুল ইসলামের স্ত্রী।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় হেরোইন কেনাবেচা হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এসময় পারুল বেগম নামে ওই নারীকে আটক করা হলে তার কাছ থেকে ১৫৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া নগদ ৩শ টাকা এবং ১টি মোবাইল সেটও জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ মামলা দায়ের করে পারুল বেগমকে কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।