কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের যাচাই-বাছাইয়ে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া একজন মেয়র প্রার্থীর কাগজে ত্রুটি থাকায় বিকেলে শুনানির সময় ধার্য্য করা হয়। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়।
শুরুতে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম আরম্ভ হয়। বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ইমরান খানের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় বিকেল ৩ টায় শুনানি ধার্য্য করা হয়। বিকেল ৪ টা পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে।
এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন , সাধরাণ কাউন্সিলর ১২০ জন ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জনের মনোনয়ন দাখিল করেন।