কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত রবিবার সদর দক্ষিণ সিটি করপোরেশন আঞ্চলিক অফিসে নগরীর ৯টি ওয়ার্ডের কাউন্সিলর সাথে মতবিনিময় করছেন তিনি।
মেয়র রিফাত সদর দক্ষিণ এলাকার ৯টি ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর এবং সাধারণ আসনে পুরুষ কাউন্সিলরদের সাথে ওয়ার্ড এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
তিনি আরও জানান সদরের ১৮টি ওয়ার্ড ছাড়াও দক্ষিণের ৯ টি ওয়ার্ড নিয়ে সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে প্রতি সাপ্তাহ অফিস করবেন এবং সকল প্রকার উন্নয়ন কাজে প্রাধান্য দিবেন বলে জানান মেয়র রিফাত।
এছাড়াও তিনি সদর দক্ষিণ এলাকার ৯টি ওয়ার্ড এরসভাপতি ও সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগ,যুবলীগ,যুব মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, সচিব আবু সায়েম ভুইয়া ইঞ্জিনিয়ার, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ নুরল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহী প্রকোশলী মোঃ মাঈন উদ্দিন চিসতিসহ আরও অনেকেই।