কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা পুলিশসহ বিশেষ পুলিশ টহল বাহিনীকে সম্পৃক্ত রেখে আসন্ন নির্বাচনকে অপরাধমুক্ত এবং সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় কাউন্সিলর প্রার্থীদেরও জনগনের সহযোগিতা কামনা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।
জেলা পুলিশের বিশেষ .শাখা নির্বাচনের আচরনবিধি লঙ্গন করার দায়ে এ পর্যন্ত ২৪ লাখ টাকা দন্ড আদায় করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনকভাবে চলা ফেরার জন্য বেশ কয়েকজনকে কোতয়ালী ও সদর দক্ষিন থানায় আটক করা হয়েছে। এছাড়াও ১৯টি মোবাইলটিম , ২০টি চেকপোস্টসহ ২হাজার পুলিশ অতিরিক্ত মোতায়েত করা হবে বলে নিশ্চিত করা হয়েছে নির্বাচনের কাজে । এসব তথ্য প্রকাশ করেছেন কুমিল্লা এসবি শাখার অতিরিক্তি পুলিশ সুপার আফজাল হোসেন।
গত কয়েকদিন বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক বিট পুলিশিং সার্ভিসের আওতায় জনগনকে সম্পৃক্ত রাখার কাজে পুলিশের এ রুটিন ওয়ার্ক অব্যাহত রয়েছে। এতে বক্তব্য রাখেন সদর দক্ষিন থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়, ইপিজেড পুলিশ ফাড়ির ইনচার্জ মােকলেসুর রহমান, এসআই মাহফুজুর রহমান ও এসই সাজ্জাদ হোসেন।