কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বৈধ ১৪৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। সকালে প্রতীক নিতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে আতিক উল্লাহ খোকন। এছাড়া সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার প্রতীক নিতে গেছেন।
মেয়র পদে আরফানুল হক রিফাত নৌকা, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া, কামরুল আহসান বাবুল হরিণ, রাশেদুল ইসলাম হাতপাখা প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ নিয়ে আচরণবিধি মেনে প্রচারে নামছেন প্রার্থীরা। মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৩৬ জনের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে প্রতীক নিতে সকাল থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মেয়র ও কাউন্সিল প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ভিড় জমায়। প্রতীক পেয়ে উল্লাসিত সকলে প্রচারনা শুরু করছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com