কুু‌ড়িগ্রা‌মে ইউপি চেয়ারম‌্যান ও আওয়ামীলীগ নেত্রী গ্রেপ্তার।

শাহীন আহমেদ, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেত্রী ম‌তি শিউলী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

মতি শিউলি জেলা আওয়ামী লীগের সদস্য, ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছি‌লেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ‌্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে উলিপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হ‌বে।

অপর দি‌কে জেলার রাজারহাট উপ‌জেলার চা‌কিরপশা ইউনিয়‌নের চেয়ারম‌্যান আব্দুস সালাম (৩৯)কে গ্রেপ্তার করে‌ছে পু‌লিশ।সোমবার (২০ জানুুয়া‌রি)দুপু‌রে রাজারহাট বাজার থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়। ‌তি‌নি উপ‌জেলা ছাত্রলাী‌গের সা‌বেক সভাপ‌তি ছি‌লেন। ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম পীরমামুদ গ্রা‌মের ওসমান আলীর ছে‌লে। এর আগে গত র‌বিবার ‌বি‌কে‌লে উপ‌জেলার বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলামকে গ্রেপ্তার ক‌রে পুলিশ।

রাজারহাট থানার ও‌সি আশরাফুল ইসলাম ব‌লেন, ইউপি চেয়ারম‌্যান আব্দুস সালাম‌কে নাশকতার মামলায় গ্রেপ্তার করা‌ হ‌য়ে‌ছে। তা‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

আরো দেখুনঃ