কুুবিতে ‘ম্যানেজমেন্ট ফেস্ট’ অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘ম্যানেজমেন্ট ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের ২০১৩-১৪ বর্ষ থেকে ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। পরবর্তীতে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে ফ্ল্যাশমুভ প্রদর্শন করে বিভাগের শিক্ষার্থীরা। এরপর বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের শুরু হয়। নবীনদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ছাড়াও বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পরবর্তীতে বিকাল ৫টা থেকে সাংস্কৃতিক সন্ধ্যার শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে অন্তত পক্ষে আমাদের বিজনেসের শিক্ষার্থীরা যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন না দেখে তাহলে এই রাষ্ট্র খুব বেশি দূর আগাতে পারবে না। আজকের এই মিলনমেলায় আমি এই প্রকাশ করতে চাই বিশেষ করে যারা প্রথম বর্ষে আছেন আপনি আগামী পাঁচ বছরের পরিকল্পনায় উদ্যোক্তা হওয়ার লক্ষ্য রাখবেন এবং সেই লক্ষ্যে আপনার কার্যক্রম কি হওয়া উচিত তা ঠিক করবেন।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘বিদায়কে কখনোই আমি বিদায় বলি না। যারা এই বিশ্ববিদ্যালয় থেকে একটি ধাপ সম্পন্ন করেছে তাদের জন্য শুভকামনা সেইসাথে নবীনদের জন্যও শুভকামনা। জ্ঞান অর্জন করার জন্য চিন্তা করা দরকার, দৈনিক কিছু সময় হলেও চিন্তা করবে তোমরা।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘প্রত্যেক বছর এই ধরনের অ্যাকাডেমিক বা ম্যানেজমেন্ট রিলেটেড আয়োজন করা যেতে পারে। খেলাধুলার পাশাপাশি বেষ্ট শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেয়া যেতে পারে এতে ব্যাচগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় সহায়ক হবে।’