কুড়িগ্রামে ব্র্যাকের আয়োজনে সামাজিক ও আইনি সুরক্ষা ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে ষ্টেক হোল্ডারদের নিয়ে পরামর্শ বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধববার কুড়িগ্রাম খলিল গন্জ অভিনন্দন কমিউনিটি সেন্টারের হলরুমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ- পরিচালক মো: রোকোনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার, ব্রাক জোনাল ম্যানেজার আকছেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।