কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম আবু সাঈদ (৫০)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মুনছের আলীর পুত্র। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, সোমবার (৬ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঘরে টিভির লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত সকেটের ভিতরে হাতের নখ ঢুকে পড়লে তিনি বিদ্যুতায়িত হন। পরে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে আবু সাঈদকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।