কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে তৃতীয়ধাপে সেলাই প্রশিক্ষন সমাপনী অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।জেলায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন উপজেলা থেকে ৪৭জন দরিদ্র মহিলাকে ২০দিনব্যাপী সেলাই প্রশিক্ষন শেষে নগদ এক হাজার টাকাসহ নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ কাজিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী, জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রশিক্ষক ফাল্গুনী তরফদার,মহিলালীগের নেত্রী কোহিনুর বেগম,জেলা পরিষদের উচ্চমান সহকারী কে,এম গোলাম রব্বানী,সিএ মিনহাজুল ইসলাম,হিসাব রক্ষক আনোয়ারুল কবির প্রমুখ।
আয়েশা আক্তার/অননিউজ24