পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে এক কৃষকের ছয়টি গরু আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জুন) বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ জুন) রাত ২টায় ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের নাম চুন্নু মুন্সি।
ভুক্তভোগী কৃষক জানান, বুধবার রাত আনুমানিক ২টায় চিৎকার শুনে বাইরে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। এ সময় আগুনে ছয়টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। দুটি গরু গলার রশি ছিড়ে বের হওয়ার কারণে বেঁচে গেছে। সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। গোয়ালঘরে মশারি ব্যবহার করি। মশার কয়েল ব্যবহার করি না। শত্রুতা করে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটালো তা অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইগত ব্যস্থা নেওয়া হবে।
এফআর/অননিউজ