কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে কুড়িগ্রামের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক কর্মশালা।
কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা শাখার আয়োজনে জেলা উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত।
২৯ আগস্ট শুক্রবার দুপুর ১১ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান,বিচার ও সংস্কারের দাবিতে কুড়িগ্রাম জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা কমিটির প্রধান সমন্বয়ক মুকুল মিয়ার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সংগঠক দক্ষিণাঞ্চল এস এম শাহরিয়ার, যুগ্ন মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব আরিফ হোসেন,কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ। এরপর বাদ জুম্মা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে এক গণ সংযোগ কর্মসূচিতে সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার ফুলবাড়ী উপজেলায় রওনা হন। সেখানে ফুলবাড়ি খড়িবাড়ি হাটে বিকাল চার টায় গণপরিষদ নির্বাচন বিষয়ক হাট বৈঠক করবেন বলে জানা গেছে।
ih