কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ এর সাধারণ সভা

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় পৌর এলাকার পাঁচুরচক বিসিডিএস ভবনে এ সভা করা হয়।

বিসিডিএসের জেলা শাখার আহবায়ক, কাজল আহমেদের সভাপতিত্বে,
প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক মাসুদ রানা প্রধান।

প্রধান আলোচক ছিলেন, বিসিডিএসের রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশের কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জ্বল, অতিরিক্ত পিপি অ্যাড. এটিএম মিজানুর রহমান, সমিতির সদস্য আব্দুর রাজ্জাক, আকতার হোসেন, ফারিয়া’র জেলা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শান্তি শৃঙ্খলার মধ্যে সকল সদস্যকে এক হয়ে সংগঠনটি পরিচালনার আহবান জানান অতিথিরা।

আরো দেখুনঃ