কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন ফিলিং স্টেশনে জরিমানা ও বন্ধ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ টি ফিলিং স্টেশনের মালিককে বিভিন্ন অপরাধে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে কোটচাঁদপুর ফিলিং স্টেশনে ৪০ হাজার, টোটন ফিলিং স্টেশনে ১৫ হাজার টাকা, বেলি ফিলিং স্টেশনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার মল্লিক পরিদর্শক মেট্রলজি বিএসটিআই খুলনা, মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24