কুমিল্লার মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে উৎসবমূখর পরিবেশে ওই কাজের উদ্বোধন করা হয়। এর আগে নবীনবরণ, মেধা বৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, পিঠা মেলা ও বসন্ত উৎসব আনুষ্ঠানিক ভাবে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: সামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিএএফও কাজী ফররুখ আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুইয়া জনী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল-রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা জহিরুল আলম চিশতী, মহামান্য হাইকোর্টের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট হারুনুর রশীদ, কলেজের সাবেক সভাপতি আলহাজ¦ ইবরাহীম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ।
কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আবু মুছা আল কবির, আবদুর রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, আবুল বাসার খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হাকিম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, সাবেক ভিপি জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট আছমা আক্তার রতœা, যুবলীগ নেতা হুমায়ুন কবীর খান ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম প্রমুখ।