গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আজ সোমবার ভোরে এক অগ্নিকাণ্ডে ১৬টি মুদি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
কোনাবাড়ী কাঁচাবাজারের কলা পট্টি এলাকায় ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র:বিডি২৪লাইভ
ই/অননিউজ ২৪