কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উঠা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম গোলাম মাওলা (২৬)। সে বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
শুক্রবার ১৫ অক্টোবর প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব জানান গত বুধবার ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দিঘীর উত্তর পাড়ের পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে গেফতারকৃত গোলাম মাওলা তার নিজের ইউটিউব চ্যানেলে ও ফেসবুকে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে গুজব প্রচার করেন। গোলাম মাওলা নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসেবে কর্ম।রত আছে। ঘটনার পূর্বে সে নিজে উল্লেখিত পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহ করে। এরপর সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।