কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর জি. এম উচ্চ বিদ্যালয় মাঠে এক সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা: সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-আল রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, বাঙ্গরা বাজার থানার ওসি ইকবাল হোসেন, করিমপুর মাদরাসার মুহতামিম মুফতী দ্বীন মোহাম্মদ আশরাফ, শ্রীকাইল কলেজের সাবেক অধ্যাপক শ্রামা প্রসাদ ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নিত্যানন্দ রায়।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ, আবদুর রহিম পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান বণ কুমার শিব, শরিফুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুশ চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি হানিফ সরকার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার প্রমুখ।