ক্যাটল স্পেশাল ট্রেনে ৫০০ টাকায় গরু যাচ্ছে ঢাকায়

আনলাইন ডেস্ক।।

প্রতি বছরের ন্যায় কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ২৫টি ওয়াগনে (বগি) ৪০০টি পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে ক্যাটল স্পেশাল ট্রেন। বুধবার (১২ জুন) সন্ধ্যায় ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে যায়। ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষ্যে জামালপুরের এই স্টেশন থেকে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ সন্ধ্যায় প্রথম চালান ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রাতে একই স্টেশন থেকে ছেড়ে যাবে আরও একটি ট্রেন। সেখানেও ২৫টি ওয়াগনে ১৬টি করে মোট ৪০০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া আগামীকাল আরও একটি ক্যাটল ট্রেন ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

তিনি আরো বলেন, ভোগান্তি ছাড়া ও কম খরচে ট্রেনে পশু পরিবহনে খুশি ব্যবসায়ী এবং খামারিরা। তাই প্রতিবছরই এ সেবা চালু রাখা হবে বলেও জানান তিনি।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ