এখন টিভির কুমিল্লা ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন আব্দুল মোমিন এর সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বাদ আসর কুমিল্লা রাজগঞ্জস্থ মক্কা টাওয়ারে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার আয়োজনে এই মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ওদোয়া পরিচালনা করেন দারোগা বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইয়াসিন নূরী।
উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ুন কবীর রনি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক সেলিম রেজা মুন্সী, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস,এটিএন বাংলা ও এটিএন নিউজ কুমিল্লার স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, এখন টিভি কুমিল্লার ব্যুরো চীফ খালেদ সাইফুল্লাহ, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আকাইদ,বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন,এশিয়ান টিভি র জেলা প্রতিনিধি আজিজুল হক, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংবাদিক রাকিবুল ইসলাম রানা, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসাসিয়েশনের সাধারন সম্পদক রাজিব রাজ,কামরুল হাসান, সুমন চিশতী,সহ আরো অনেকে।
উল্লেখ্য, আব্দুল মমিন ২৭ এপ্রিল বৃহস্পতিবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন,পরে তাকে ঢাকা রেফার করা হয়। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।