ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় ইয়াউন্দের উত্তর-পশ্চিমে এমবানকোলো জেলায় এই দুর্ঘটনা ঘটে।
দেশটির দমকলকর্মীরা জানান, মুষলধারে বৃষ্টির কারণে উঁচু জমিতে একটি কৃত্রিম হ্রদকে আটকে রাখায় বাঁধ ফেটে যায়। এতে বহু বাড়ি ঘর ভেসে গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দাউদা উসমানউ পাবলিক রেডিওতে ঘোষণা করেছেন, ‘ভারি বৃষ্টির পর একটি ভূমিধস হয়েছিল। পানি তার পথের সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেছে।’
অবস্থা প্রতিকূল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ। ইয়াউন্দেতে বর্ষাকালে প্রায়ই এমন ভূমিধস হয়। গত বছরের নভেম্বরে ইয়াউন্দের দামাস জেলায় ভূমিধসে কমপক্ষে ১৫ জন প্রাণ হারায়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com