তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২শ’ রানে হারিয়েছে ভারত। এ জয়ে ক্যারিবীয়দের মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজটিও নিজেদের করে নিলো সফরকারীরা। ত্রিনিদাদে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কৃষাণ ও শুবমান গিল। তাদের ওপেনিং জুটিতে আসে ১৪৩ রান। দু’জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। গিল ৮৫ আর ইশান কৃষাণ করেন ৭৭ রান।
এছাড়া স্যামসনের ৫১ আর অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার অপরাজিত ৭০ রানে ৩৫১ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে, শারদুল ঠাকুর-মুকেশ কুমারদের বোলিং তোপে ১৫১ রানেই অল-আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ঠাকুর ৪টি আর মুকেশ কুমার নেন ৩ উইকেট। ম্যাচসেরা শুবমান গিল আর সিরিজ সেরা হয়েছেন ইশান কৃষাণ।
এসকেডি/অননিউজ