খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগ ২০২৫ এর ফাইনাল খেলা ও সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি ঐতিহ্যবাহী স্টেডিয়ামে বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ উল শাকিক, দূর্জয় গোস্বামী ও মাহমুদ সাকিব, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম, আনিসুল আলম চৌধুরী আনিক, সদস্য মাদল বড়ুয়া, পরিমল কর্মকার, জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহ প্রমূখ।
গত ৮ ফেব্রুয়ারি উদ্বোধনের মাধ্যমে এই লীগ শুরু হয়।
অংশগ্রহণকারী ৮ টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লীগ কাম নক আউট পদ্ধতিতে খেলে।দুই গ্রুপের সর্বনিম্ন পয়েন্টধারী মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থা ও প্রবর্তক সমবায় সমিতি রেলিগেশনের মাধ্যমে সেকেন্ড ডিভিশনে অবনমিত হয়।
ফাইনালে ইসলামপুর রেঁনেসা ক্লাব প্রথমে ব্যাট করে খাগড়াছড়ি ক্রিকেট একাডেমিকে ২২৩ রানের লক্ষ্য দেয়।জবাবে ক্রিকেট একাডেমি ১৩৭ রানে অল আউট হয়ে ৮৫ রানে পরাজিত হয়। এর মধ্য দিয়ে প্রথমাবের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইসলামপুর রেঁনেসা ক্লাব।
টুর্নামেন্টের ২৬৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন খাগড়াছড়ি ক্রিকেট একাডেমির শরিফুল হক। ১১ উইকেট লাভ করে সর্বোচ্চ উইকেট শিকারী হন কলাবাগান আদর্শ যুব সংঘের সাফায়েত হোসেন ইশান।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কলাবাগান আদর্শ যুব সংঘের ইশরাত হোসেন শোভন।