মিথ্যা বিজ্ঞাপণ ও অসত্য তথ্য দিয়ে পোষাকজাত পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের ঠকানোর অভিযোগে নড়াইলের রূপগঞ্জ বাজারের দুটি গার্মেন্টেসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের এ দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান বলেন, ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের প্রতিষ্ঠান দুটি ঈদকে সামনে রেখে ক্রেতা-সাধারণকে মিথ্যা ও লোভনীয় বিজ্ঞাপণসহ মনগড়া ডিসকাউন্ট প্রদর্শন করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি। তাদের প্রতিষ্ঠানে ৫০% ও ৪০% ডিসকাউন্ট প্রদর্শনের বিপরিতে তারা আমাকে কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং পোষাকের গায়ে ট্যাগে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে প্রদর্শন করেছে। এর স্বপক্ষে ওই দুটি প্রতিষ্ঠান কোন লিগাল ডকুমেন্টস আমাকে দেখাতে পারেনি। এসব অপরাধে এ দুটি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সর্তক করে দেয়া হয়েছে।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে ক্যাবের নড়াইল জেলা সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ক্যাব সদস্য স্বপ্না রানী রায়, হাসিবুর হমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারি বিউটি খানম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com