ক্রোয়েশিয়ার উত্তর অ্যাড্রিয়াটিক উপকূলে একটি ছোট বিমান শুক্রবার উড্ডয়নের সময় বিধ্বস্ত হলে বিমানে থাকা দুই বিদেশীর মৃত্যু হয়েছে। কর্মকর্তা ও মিডিয়া এ কথা জানায়।
বিমানবন্দরের পরিচালক নিনা ভজনিক জাগার সাংবাদিকদের জানান, অতি হালকা বিমানটি পুলা বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়। তিনি আরো জানান, নিহতরা বিদেশী নাগরিক। মিডিয়া জানিয়েছে, বিমানটির একটি জার্মান নিবন্ধন ছিল।
বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। শনিবার পর্যন্ত বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ক্রোয়েশিয়ার প্রাকৃতিক বিশুদ্ধ পানির এই উপকূলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পুলা। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক স্থানটি পরিদর্শন করে।
সূত্র: বাসস
ফরহাদ/অননিউজ