ক্লাস চলাকালীন সমাবেশে যেতে বাধ্য করায় এনসিপির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক।।

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই সমাবেশে’ শিক্ষার্থীদের জোরপূর্বক নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
বুধবার (৩০ জুলাই ২০২৫) দুপুরে শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী এবং প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ।
বক্তারা বলেন, এনসিপির নেতারা ক্লাস চলাকালীন বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের তাদের সমাবেশে যেতে বাধ্য করে। এ ঘটনায় শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের কথাকাটাকাটি হয়, এবং বাধ্য হয়ে বিদ্যালয় ছুটি দিতে হয়।
তারা বলেন, “যারা শিক্ষার্থীদের রাজনৈতিক অনুষ্ঠানে বাধ্য করেছে, তাদের শাস্তি এবং জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি।”
জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল অভিযোগের বিষয়ে বলেন, “ছাত্রদের প্রোগ্রামে আনার জন্য কে বা কারা করেছে, তা আমার জানা নেই। তবে ঘটনা শুনে আমি প্রধান শিক্ষকের কাছে দুঃখ প্রকাশ করেছি। প্রয়োজনে প্রতিটি ক্লাসে গিয়ে ক্ষমা চাইব। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য কঠোর নজরদারি থাকবে।”
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন বলেন, “মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির নেতারা স্কুলে এসে প্রথমে বলেছিল, স্বেচ্ছায় যারা প্রোগ্রামে যেতে চায়, তাদের যেতে দিতে। আমরা স্পষ্ট বলেছি, ক্লাস চলাকালীন কাউকে যেতে দেওয়া হবে না। পরে আমরা ষষ্ঠ ক্লাস শেষে ছুটি দিয়েছি। এনসিপির নেতারা দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটার আশ্বাস দিয়েছে।”
উল্লেখ্য, মঙ্গলবার সকালে এনসিপির জুলাই পদযাত্রা শহরের শামছুল হক তোরণ থেকে শুরু হয়ে নিরালা মোড়ে পথসভায় মিলিত হয়।
সূত্র:মানবকণ্ঠ
ই/অননিউজ ২৪