কয়েলের আগুনে নিঃস্ব হয়েছেন বাক প্রতিবন্ধি শাহ আলম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল বড়ইকান্দি গ্রামে কয়েলের আগুনে নিঃস্ব হয়েছেন বাক প্রতিবন্ধি শাহ আলম।

রোববার (৯ জানুয়ারি) ভোরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘর, গরু ছাগল ও হাস মুরগী ও নগদ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাক-প্রতিবন্ধি শাহ আলমের স্ত্রী খাদিজা আক্তার জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের জাঙ্গাল বড়ইকান্দি গ্রামের বাসিন্দা তার স্বামী শাহ আলম কৃষি কাজের পাশাপাশি একটি গাভী ও তিনটি ছাগল পালন-পালন করেন। তারা ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তাদের সংসার। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে গরুকে মশায় যাতে কামড়াতে না পারে সেজন্য গরুর পায়ের নিচে কয়েকটি মশার কয়েল জ্বলিয়ে দেয়।

রাতের শেষের দিকে গরুর পায়ে ধাক্কায় মশার কয়েল গোয়াল ঘরে থাকা মশারীতে পড়ে আগুন লাগে। ওই আগুন গোয়াল ঘর থেকে ছড়িয়ে পড়ে তার বসত ঘরে। ঘরে আগুন লাগার পর পরিবারের সবাইকে নিয়ে তারা নিরাপদে বের হয়ে আসেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই তাদের একটি টিনের বসত ঘর, ঘরের আলমারীতে থাকা গরু কেনার লক্ষাধিক টাকা, ১টি গরু ও ৩টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আরো দেখুনঃ