পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে জুনাব আলী ফাউন্ডেশন উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র উপহার দেয়া হয়েছে।
আজ রবিবার সকালে জুনাব আলী ফান্ডেশনের আয়োজনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনাব আলী ফান্ডেশনের সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, আমি চেষ্টা করি প্রতি বছর যতটুকু সামর্থ্য আছে আর্থিক অস্বছল, অসহায় ও দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানো জন্য। আমার এসব কাজের মাধ্যমে পিতামাতার আত্মার শান্তিপায় যদি তাতে আমার যথেষ্ট।
এসময় জুনাব আলী ফান্ডেশনের অর্থসম্পাদক ছাদেকুর রহমান উপস্থাপনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি মেডিকেল সেন্টার পরিচালক মো: শাহজাহান, মাহবুবল হক সেলিম, খাগড়াছড়ি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ।
জুনাব আলী ফান্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরে, তাইন্দং, বর্ণালসহ বিভিন্ন এলাকায় ২ শতাধিক শীট বস্ত্র উপহার দেওয়া হয়েছে।
এফআর/অননিউজ