খাড়াছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উচ্চফলন শীল আউশ দানের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিস।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি বিএডিসি ভবনের সামনে এই প্রণোদনা বীজ ও সার বিতরণ করা হয় । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমাসহ, ব্লক সুপারভাইজার বৃন্দ, কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা জানান, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাষন পূনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে মাঠ পর্যায়ে ব্রি- ৮৪, ব্রি- ৪৮ ও স্থানীয় পাঞ্জা ইরি ধানের বীজ ও সার ১২শত কৃষককে এ প্রণোদনা বিনামূল্যে বিতরণ করেছি।