খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি।।

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সচেতন নাগরিক কমিটি এর আয়োজনে শনিবার সকালে জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তলন, বেলুন উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
পরে কোর্ড রোডে দাঁড়িয়ে মানববন্ধন করেন জেলার সচেতন নাগরিকেরা।

পরে টাউনহল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যুক্ত হয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুযা।অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: জসীমউদ্দিন মজুমদার উপস্থাপনায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন দু্র্নীতির বিরুদ্ধে সকলে রুখে দাঁড়াতে হবে, দুর্নীতিকে আশ্রয় দেয়া যাবেনা। বক্তরা আরো বলেন সকল কর্মকর্তা কর্মচারীরা রাজনৈতিক দলের নেতার কাছে আমরা হাত পা বাধা।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ