খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি উভ নিউজ:

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা ‘র আয়োজনে আলোচনা সভা ও অদম্য র্কীতিময়ী নারীদের সম্মাননা প্রদান দেওয়া হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
এসময় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা উপস্থাপনায় অন্যান্যের মধ্যে, জেলা পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালক ঞ্যোহ্লা মং, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী, সহকারী কমিশনার মাহমুদ সাকিবসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা বৃন্দ, সামাজিক সংগঠনে নেতাকর্মী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৬ ক্যাটাগরীতে ৬ জন নারী’কে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

আরো দেখুনঃ