খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি :

“তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলে মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস এর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার।
পরে জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি’টি বের হয়। রেলিটি উপজেলা ঘুরে এসে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলা কর্মকর্তা সুজন চৌধুরী প্রমুখ।
এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক এ. বি. এম. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, ভোটার অধিকার কারো কোন হরণ করার অধিকার নাই, ভোটার হওয়ার যাদের যোগ্যতা হয়েছে তাদের ভোটার করাতে হবে। ভোটার হওয়া নির্দিষ্ট কোনো সময় নাই। সারা বছর যেকোনো সময় নির্বাচন অফিসে গিয়ে ভোটার আবেদন করে বাংলাদেশের নাগরিক হতে পারবে।

আলোচনা সভা শেষে স্মার্ট ভোটার কার্ড বিতরণ করা হয়।

আরো দেখুনঃ