আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াত-এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলায় নিজ বাড়ির উঠান তাইন্দং এর আছালং থেকেই নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণা কালে এমপি পদ প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, স্বাস্থ্য, শিক্ষা,শিল্প কারখানা, কৃষিখাত, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে খাগড়াছড়ি পিছিয়ে আছে, সংকট রয়েছে দূর্গম পাহাড়ি অঞ্চলে পানি ও রাস্তাঘাট উন্নয়ন।

আপনারা এর আগে অনেক এমপিকে ভোট জয় জয় করেছেন,বিনিময়ে কিছুই পাইনি। সামনে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের মূল্যবান ভোট টি দিয়ে আমাকে দোয়া করবেন। আমি আপনাদের সহযোগিতা দিয়ে পাশে থাকবো সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের চাহিদা গুলো পূরণ করার। পাশাপাশি নির্বাচিত হলে পাহাড়কে চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত করার কথা জানান তিনি।
প্রচারণা কালে খাগড়াছড়ির সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন ওনি।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com