খাগড়াছড়ি প্রতিনিধি।।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সাউথ এশিয়া বিজনেজ পার্টনারশীপ কর্তৃক মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-এ ভুষিত হওয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসীকে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেড অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমূল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি পুনাকের সভানেত্রী রেহানা ফেরদৌসী। এ সময় অতিথিরা বলেন পুনাককে আগে অনেকেই চিনতে না। বর্তমান সময়ের সভানেত্রী রেহানা ফেরদৌসী বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি পুনাকের সদস্যদের নিয়ে পুনাকের কার্যক্রমকে গতিশীল করেছেন। বর্তমানে পুনাক একটি সুসংগঠিত সংগঠন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামগড় সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও বিভিন্ন থানার অফির্সার ইনচার্জগন, নারী উদ্যোক্তারাসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে পুলিশ সুপার মোঃ নাইমূল হক খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রীল শেড এ নব নির্মিত বঙ্গবন্ধু ভবন ও পুনাক এর নতুন কার্যালয়ের শুভ উদ্ধেধন করেন ।
এফআর/অননিউজ