খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী বিরতিহীন ভাবে অভিধর্ম পটঠান পাঠ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি।।

ফাল্গুনী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ফাল্গুনী পূর্নিমা উপলক্ষে দেশ, জাতির বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী বিরতিহীন ভাবে অভিধর্ম পটঠান পাঠ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা সদরে কমলছড়ি হেডম্যান পাড়ায় কমলছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা আয়োজনে বিহার প্রাঙ্গণ থেকে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রা বের হয়, লোকমার বিজয়ী ধাতু চৈত্য সামনে শেষ হয়। পরে ধাতু চৈত্য প্রাঙ্গনে ১৮ তম অভিধর্ম পটঠান শুরু হয়।

এসময় প্রধান ধর্মদেশক ছিলেন, মাইসছড়ি শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও অনাথ পিতা প্রজ্ঞাবংশ শিশু সদন কমপ্লেক্সের পরিচালক পঞ্ঞা ওয়েংসা মহাথের।

আজ থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী অভিধম্ম পাঠ অনুষ্ঠান আগামী ২৪ মার্চ ২০২৪ রবিবার সকাল১০ টায় শেষ হবে।

উদ্বোধনী এ ধর্মীয় অনুষ্ঠানে জেলার পূন্যার্থীরা যোগ দেন এবং সমবেত ভাবে দেশও জাতির মঙ্গল কামনায় অংশ নেন।

আয়োজন কমিটির সম্পাদক সুইসানু মারমা বলেন, আজকে থেকে শুরু হয়েছে অভিধর্ম পটঠান। বৌদ্ধ ধর্মপ্রাণ নর-নারীরা উৎসাহ ও আনন্দে ধর্মীয় পটঠান অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে। এ ধর্মীয় অনুষ্ঠান ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত চলবে।

তদন্ত সুমনা মহাথের বলেন, আমাদের দেশের সকল সম্প্রদায় মানুষের সুখ, শান্তি ও উন্নয়ন সমৃদ্ধির জন্য তথা বিপদ থেকে মুক্তির রক্ষার্থে এ কামনায় পটঠান পাঠ আয়োজন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ