খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়ায় এলাকায় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ সাথে পথসভা সভা করেছেন খাগড়াছড়ি- ২৯৮ নং আসনে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা সমীরণ দেওয়ান।
আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন এমপি পদপ্রার্থী সমীরণ দেওয়ান।
এসময় তিনি ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংসদ নির্বাচনে সমীরণ দেওয়ান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমীরণ দেওয়ান বলেন, আমাদের নিজস্ব জাতি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য গুলো সংরক্ষণ করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।
এসময় অরুণ বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কল্যানী ত্রিপুরা, মো: সাইফুল ইসলাম, মো: বেলাল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য পুরোষোত্তম চাকমা, চ্ছগির ফরাজী, ননীব্রত ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাচন কমিটির সভাপতি সুরবিকাশ ত্রিপুরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com