খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭, ও বঙ্গমাতা শেখ ফজিলাতু্ন্েনছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ খেলা উদ্বোধন হয়েছে।
আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম বানানোর জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, ইতোমধ্যে কিছু কিছু উপজেলায় স্টেডিয়াম নির্মাণও হয়ে গেছে।
তিনি আরো বলেন, আমাদের এলাকায়ও নির্মাণ করা হবে স্টেডিয়াম, সকলের সহযোগিতা প্রয়োজন। পাহাড়ে প্রত্যান্ত এলাকায় প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদেরকে প্লাটফর্ম সুযোগ সুবিধা দিতে পারলে তারাও তাদের প্রতিভা বিকাশকে কাজে লাগিয়ে এদেশের সম্মান বয়ে নিয়ে আসবে।
জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন উপস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন। সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শানে আলম।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সহকারী কমিশনার মো: আনোয়ার হোসাইন, ধুমকেতু মারমা, ক্যহলাচাই মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ খেলায় জেলাসহ বিভিন্ন উপজেলার ১০টি বালক দল ও ১০টি বালিকা দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে লক্ষীছড়ি উপজেলা বালক দল বনাম মহালছড়ি উপজেলা বালক দল মাঠে খেলছে।
এফআর/অননিউজ