আদালতের বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মামলা দ্রুত নিষ্পত্তিসহ খাগড়াছড়ি জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচার প্রশাসনে গতিশীলতা আনয়ন, মামলার জট নিরসন, সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও মামলার তদন্তের কার্যক্রমের উপর দিক নির্দেশনা প্রদান, তদন্ত কার্যক্রমে সুবিধা-অসুবিধা সংক্রান্ত আলোচনার স্বার্থে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত আয়োজনে জেলা জজ কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ির সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম, রিজিয়ন প্রতিনিধি মেজর মো: জাবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, জেলা বার এসোসিয়েশনের সভাপতি আশুতোষ চাকমা।
এসময় বিচারক বৃন্দ, বিজিবি প্রতিনিধিসহ জেলার সকল থানার অফির্সাচ বৃন্দ উপস্থিত ছিলেন।