খাগড়্ছড়ি প্রতিনিধি।।
আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ উপলক্ষে হাত ধোঁয়া প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস প্রাঙ্গনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ আয়োজনে হাত ধোঁয়া প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
পার্বত্য এলাকার মানুষের জনসচেতনতার লক্ষে প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরীসহ অন্যান্য অতিথিরা হাত ধোঁয়া প্রদর্শনীতে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।
জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হাত ধোঁয়া প্রদর্শনীতে বক্তব্য রাখেন, জেলা পরিষদে মূখ্য প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিমউদদীন, জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ প্রমুখ।
এসময় পৌর পানি সরবরাহ উপ সহকারী প্রকৌশলী মো: তারেক মনোয়ার, জেলা পরিষদে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহসহসহ শিক্ষার্থীবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ