খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বজনরা জানান, ঠান্ডাজনিত কারণে অসুস্থ হওয়ায় শিশু আয়েশা আক্তারকে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহালছড়ি বাজারের উষা ফার্মেসীর পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীর কাছে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে প্রথমে নেবুলাইজার এবং পরে ইনজেকশন দেয়া হয়। এতে শিশুটির অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক স্বপনকে গ্রেফতার করে পুলিশ।
এফআর/অননিউজ